শুক্রবার, ১৯ জুন, ২০২০

এক বছর Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Jio

এক বছর Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে



আবার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Jio। নতুন অফারে গ্রাহকদের বিনামূল্যে 399 টাকা দামের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে মুম্বাইয়ের কোম্পানিটি। এর ফলে লাইভ খেলা দেখার সঙ্গেই প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট দেখা যাবে।





কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এক বছরের জন্য Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদিও নির্দিষ্ট কোন প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন কি না খোলসা করে বলেনি সংস্থাটি। ইতিমধ্যেই এই বিষয়ে Jio'র কাছে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি।
সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই 2GB ডেটা ও 300 এসএমএস পাওয়া যেত। সঙ্গে ছিল সব জিও নম্নরে আনলিমিটেড কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করতে বিশেষ আইইউসি রিচার্জ বাধ্যতামুলক ছিল। দিনের ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যেত।
98 টাকা প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে 28 দিন ভ্যালিডিটির সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান 129 টাকা। এই প্ল্যানের সঙ্গে 98 টাকা পক্যানের সব সুবিধার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।
অন্যদিকে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে 

রবিবার, ৭ জুন, ২০২০

oppo নিয়ে এল নতুন ফোন Find X2 Pro

Oppo Find X2 Pro স্পেসিফিকেশন

দেশে লকডাউনের বাজারে Oppo নিয়ে এল 
Oppo  Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।
Oppo Find X2 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। 

Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel + 13-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4260mAh
OS Android 10
Resolution 1440x3168 pixels
 এই রকম বিষয়ে জানতে চাইলে আমাদের page Follow করুণ '

সোমবার, ১ জুন, ২০২০

দশ হাজারের কমে এই দুই ফোন লঞ্চ হবে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে

দশ হাজারের কমে এই দুই ফোন লঞ্চ হবে
থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে



জুনের প্রথম সপ্তাহে বাজারে আসছে Samsung-এর পরবর্তী স্মার্টফোন Galaxy M01। একই সময়ে ভারতে আসবে Samsung Galaxy M11। ভারতে 10,000 টাকার কম দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 10,000 টাকার কম দামে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে। Redmi 8A, Realme C3-র মতো বাজেট ফোনগুলিকে টেক্কা দিতেই এই দুই ফোন লঞ্চ করবে Samsung।


Samsung Galaxy M01 সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy M01-তে থাকবে 5.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে দুটি ও পিছনে একটি ক্যামেরা থাকবে। 4,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকবে 5W চার্জিং।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।cu