Oppo Find X2 Pro স্পেসিফিকেশন
দেশে লকডাউনের বাজারে Oppo নিয়ে এল
Oppo Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।
Oppo Find X2 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel + 13-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4260mAh
OS Android 10
Resolution 1440x3168 pixels
এই রকম বিষয়ে জানতে চাইলে আমাদের page Follow করুণ '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন